Site icon Jamuna Television

প্রথম রোজার ইফতার সম্পন্ন

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যে পালিত হয়েছে পবিত্র রমজানের প্রথম রোজা। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় সারাদিন সিয়াম সাধনার পর সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে ইফতার করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অনেকে স্বজন বা বন্ধুদের সঙ্গে মসজিদ, রাস্তা কিংবা বিভিন্ন স্থানে ইফতার করেছেন।

মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসার সাথে সাথে খাবার গ্রহণ করেছেন মুসল্লিরা। দিনভর রোজা শেষে পরিবার-পরিজন নিয়ে ইফতার প্রশান্তি এনে দেয় মনে। বিকেল থেকেই ঘরে ঘরে ইফতারের প্রস্তুতি নিতে থাকেন রোজাদাররা। শেষ বিকেলে সৃষ্টিকর্তার ক্ষমা লাভের আশায় প্রার্থনা করেন অনেকে।

ইফতারের আগে দোয়ায় শরীক হন ধর্মপ্রাণ মুসলিমরা। বাড়িতে, মসজিদে, কর্মস্থলে, যে যেখানে যেভাবে পেরেছেন, ইফতার করেছেন। আগামী একমাস আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সিয়াম পালন করবেন সারা বিশ্বের মুসলিমরা।

আজ মঙ্গলবার (১২ মার্চ) ইফতারির সময় ছিল ৬টা ১০ মিনিট এবং আগামীকাল বুধবার (১৩ মার্চ) সেহরির শেষ সময় ৪টা ৫০ মিনিট।

/এএম

Exit mobile version