Site icon Jamuna Television

প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে শাবিপ্রবিতে ‘গণইফতার’  

প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে ‘গণইফতার’ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ ইফতারের আয়োজন করে শতাধিক শিক্ষার্থী।

সন্ধ্যায় মাগ্রিবের আজান দিলে ছোলা মুড়ি দিয়ে খোলা আকাশের নিচে ইফতার করেন শিক্ষার্থীরা। অনেকে আবার নিজ নিজ ইফতার নিয়েও এই আয়োজনে অংশ নেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইফতার না করার যে আহবান জানিয়েছে, তার প্রতিবাদ জানান তারা।

এর আগে, সোমবার (১১ মার্চ) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে এবার ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে বিজ্ঞপ্তির ব্যাখ্যা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরদিন মঙ্গলবার (১২ মার্চ) পহেলা রমজানে ক্যাম্পাসের গোলচত্বরে ‘গণইফতার’ করার কর্মসূচির ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা।

/এএম

Exit mobile version