Site icon Jamuna Television

মার্ক জাকারবার্গকে চেয়ারম্যান পদ থেকে সরানোর প্রস্তাব

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে চেয়ারম্যান পদ থেকে সরানোর প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্রের ৪ রাজ্যের ট্রেজারি বিভাগ। তাদের দাবি, ক্ষমতা পরিবর্তনের মধ্যে দিয়ে সুদিন ফিরবে সামাজিক যোগাযোগ মাধ্যমটির।

বুধবার প্রস্তাবটি উপস্থাপন করে, ফেসবুকের অন্যতম শেয়ার হোল্ডার- ইলিনয়, রড আইল্যান্ড, পেনসিলভানিয়া এবং নিউইয়র্ক সিটির স্টেট ট্রেজারাররা। ২০১৯ সালের মে মাসে ফেসবুক শেয়ার হোল্ডারদের বার্ষিক সম্মেলনকে সামনে রেখে এলো এই প্রস্তাব।

একের পর এক সাইবার হামলা এবং কোটি কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরিকে কেন্দ্র করে সম্প্রতি বেশ সমালোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এছাড়া, মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের ব্যাপারে ফেসবুক জড়িত- এই অভিযোগে এখনো তদন্ত চলছে ।

এরফলে, পুঁজিবাজারে উল্লেখযোগ্য হারে প্রতিষ্ঠানটির শেয়ারের দরপতন ঘটে। ২০১৭ সালেও, জাকারবার্গকে অপসারণের প্রস্তাব তোলা হয়। যদিও সেসময় সংখ্যাগরিষ্ঠদের সমর্থনে উৎরে যান ফেসবুক প্রতিষ্ঠাতা। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফেসবুক।

Exit mobile version