Site icon Jamuna Television

ইউক্রেনের ক্রিভি রি শহরে মিসাইল হামলা রাশিয়ার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির নিজ শহরে বড় ধরণের হামলা চালালো রাশিয়া। মস্কোর ছোড়া মিসাইল আঘাত হানে ক্রিভি-রি শহরের দু’টি ভবনে। বুধবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এ হামলায় প্রাণ গেছে কমপক্ষে তিন জনের। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৩৮ জন। এদের মধ্যে ১০ শিশু রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাতে পাঁচ ও নয়তলা দু’টি ভবন টার্গেট করে চালানো হয় হামলা। হামলার পরপরই আগুন ধরে যায় ভবনের ওপরের দিকে। রাতভর চলে উদ্ধার অভিযান। ক্রেন দিয়ে নামিয়ে আনা হয় ওপরের ফ্লোরের বাসিন্দাদের।

এদিকে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির নির্দেশ, সবাইকে বের করে না আনা পর্যন্ত চলবে উদ্ধার অভিযান। এর আগেও একাধিকবার রুশ বাহিনীর হামলার লক্ষ্য হয়েছে ক্রিভি-রি।

/এআই

Exit mobile version