Site icon Jamuna Television

‘চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটের কারণে সবজির দাম বাড়ছে’

ট্রাকে ট্রাকে চাঁদাবাজি এবং বাজার কমিটির সিন্ডিকেটের কারণে সবজির দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান।

আজ বুধবার (১৩ মার্চ) সকালে কারওয়ান বাজারে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ন্যায্য মূল্যে মুরগি, ডিমসহ বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

শফিকুজ্জামান বলেন, সবজির দাম বাড়ছে চাঁদাবাজি ও বাজার কমিটির সিন্ডিকেটের কারণে। এজন্য কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার কমিটি বাতিলের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বলেন, ভোক্তা অধিকারের নানা উদ্যোগে তেল-চিনিসহ বিভিন্ন পণ্যের দাম আগের চেয়ে কিছুটা কমেছে। যারা সিন্ডিকেট করে দাম বৃদ্ধির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

শফিকুজ্জামান আরও বলেন, প্রতিদিন ২০টি পয়েন্টে ট্রাকে করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রম চলবে।

Exit mobile version