Site icon Jamuna Television

ইফতারের পর এভারকেয়ার হাসপাতালে যাবেন খালেদা জিয়া

খালেদা জিয়া। (ফাইল ছবি)

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় ইফতারের পরে এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (১৩ মার্চ) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ জেড এম জাহিদ বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু জরুরি পরীক্ষার প্রয়োজন হয়ে পড়েছে। স্বাস্থ্য পরীক্ষা করে তিনি আজই বাসায় ফিরবেন নাকি হাসপাতালে থাকবেন সে বিষয়ে মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রীকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। তারও আগে, গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর গত ১১ জানুয়ারি সন্ধ্যায় বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।

/এমএইচ

Exit mobile version