Site icon Jamuna Television

ঈদে মিলতে পারে টানা ৬ দিনের ছুটি

এবারের পবিত্র ঈদুল ফিতরে টানা ৬ দিনের ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। রমজান মাস ২৯ দিনের হলে টানা ৬ দিনের ছুটি মিলবে। আর ৩০ দিনের রমজান মাস হলে টানা ৫ দিনের ছুটি পাওয়া যাবে।

ঈদুল ফিতরে সাধরণত তিনদিন সাধারণ ছুটি থাকে। ঈদের দিন, এর আগের দিন ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

এবার রমজান মাস ৩০ দিন হলে দেশে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার। সেই হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে।

রমজান মাস ২৯ দিনের হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হবে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। তখন সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি পাবেন।

গত সোমবার (১১ মার্চ) বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ১২ মার্চ থেকে রোজা শুরু হয়েছে।

/এমএন

Exit mobile version