তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী শ্রীলঙ্কার দেয়া ২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরেছে বাংলাদেশ। বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৫৫ রান সংগ্রহ করে সফরকারীরা।
লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই জোড়া আঘাত হেনে শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেন দিলশান মাদুশঙ্কা। ইনিংসের প্রথম বলেই তার শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। গোল্ডেন ডাক মারেন লিটন।
দলীয় ১৪ ও ব্যক্তিগত ৩ রানে দিলশান মাদুশঙ্কার দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার সৌম্য সরকার। মাহিশ থিকশানার তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন সৌম্য। ষষ্ঠ ওভারের প্রথম বলে প্রমোদ মাদুশানের বলে বোল্ড হন তাওহিদ হৃদয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৫ রান।
/এমএইচআর/আরআইএম

