Site icon Jamuna Television

স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ বাংলাদেশে ফিরছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে, গত ৩ মার্চ এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত বিমানে আরব আমিরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। ৬ মার্চ আরব আমিরাত থেকে মেডিকেল চেকআপের অংশ হিসেবে লন্ডনে যান তিনি।

সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার স্ত্রী ড. রেবেকা সুলতানা। এছাড়া বঙ্গভবনের সচিব ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তারাও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে রয়েছেন।

/এমএইচ

Exit mobile version