Site icon Jamuna Television

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ৮৩

গাজার আল-শিফা হাসপাতালে নিহতের পাশে শোকস্তব্ধ স্বজন। ছবি: এএফপি

গাজায় আবারও ত্রাণ সংগ্রাহকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফাহ ও গাজা সিটিতে নৃশংস হামলায় প্রাণ গেছে ১১ জনের। খবর ওয়াফা, আল জাজিরার।

সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার (১৩ মার্চ) গাজা সিটিতে জাতিসংঘের ত্রাণ বিতরণ কেন্দ্রে ভিড় করেন ফিলিস্তিনিরা। সেখানে এলোপাতাড়ি গুলি চালায় ইসরায়েলি সেনারা। মুহূর্তেই প্রাণ যায় ৬ জনের। আহত কমপক্ষে ৮৩ জন। যাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আল-শিফা হাসপাতালে চিকিৎসাধীন তারা।

এর আগে, রাফাহ শহরে ‘ইউএনআরডব্লিউএ’র কার্যালয়েও বোমা ফেলে তেল আবিব। মৃত্যু হয় কমপক্ষে ৫ জনের। তালিকায় রয়েছেন জাতিসংঘের এক কর্মীও।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একইস্থানে হামলা চালিয়ে সোমবার (১১ মার্চ) রাতেও হত্যা করা হয় ১১ জনকে। ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

/এএম

Exit mobile version