Site icon Jamuna Television

হাতজোড় করে ভক্ত ও বাঙালিদের আইয়ুব বাচ্চু যা বলেছিলেন

এ বছরের ৫ এপ্রিল ব্যান্ড এলআরবি ২৮ বছরের  পদার্পণ করে। এলআরবি’র জন্মদিনে আইয়ুব বাচ্চু চ্যানেল আইয়ের সাথে এক কথপোকথনে হাতজোড় করে ভক্ত ও বাঙালির কাছে বিশেষ অনুরোধ করেন।

তিনি বলেন, এ বছর ২৮ পা দিয়ে এলআরবি’র একটিই চাওয়া, আমরা কখনই বেশি কিছু চাইনি, এবার পুরো বাংলাদেশ, পুরো বাঙালি, সারাবিশ্বের যত বাঙালি রয়েছন  সবার কাছে একটাই চাওয়া বৃদ্ধাশ্রমে মা বাবাকে কখনই পাঠাবেন না। দয়া করে বৃদ্ধাশ্রমে নিজের মা বাবাকে পাঠাবেন না। প্রয়োজনে আপনি গিয়ে থাকুন, তারা বাসায় থাকুক। এটা আমাদের হাতজোড় করে মিনতি। প্লিজ প্লিজ প্লিজ।

Exit mobile version