Site icon Jamuna Television

বিএনপি বিধ্বস্ত বা হতাশাগ্রস্ত দল নয়: মেজর (অব.) হাফিজ

বিএনপি কোনো বিধ্বস্ত বা হতাশাগ্রস্ত দল নয়। বরং এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, এমন দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্বাধীনতা উদযাপন পরিষদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ফেলা হয়েছে। সে ইতিহাস ঠিকঠাক রাখতে এবং পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করতে উদ্যোগ নিচ্ছে বিএনপি। এ সংক্রান্ত নানা কর্মসূচি পালন করবে দলটি।

বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের ধারক-বাহক মনে করলেও মুক্তিযোদ্ধাদেরই অবৈধভাবে কারাগারে পাঠায় তারা। আওয়ামী লীগের হাতে দেশের কোনো কিছুই আর নিরাপদ নয়।

বাংলাদেশ এখন পুলিশি রাষ্ট্র, এমন অভিযোগ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এখানে জনগণের আর কোনো ক্ষমতা বা অধিকার নেই।

/এমএন

Exit mobile version