Site icon Jamuna Television

সাভারে ট্যানারি বর্জ্য থেকে নিঃসৃত হচ্ছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান

ঢাকার সাভারে ট্যানারি বর্জ্যে মানবদেহের জন্য ক্ষতিকর ক্রোমিয়াম পাওয়া যাচ্ছে, বিষয়টি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি জানিয়েছেন, এই ধাতুর কারণে মানুষের ক্যানসার হয়। এক্ষেত্রে ব্যবস্থা নিতে শিল্প মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে ইউএসএইড ও ঢাকা কলিংয়ের সাথে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

পরিবেশমন্ত্রী বলেন, সাভারের ট্যানারিতে কঠিন বর্জ্য পরিশোধনের কোনো ব্যবস্থা নেই। তরল বর্জ্য পরিশোধনে যে ব্যবস্থা আছে, তাও অকার্যকর। সেখানকার বর্জ্যে ক্রোমিয়াম পাওয়া যাচ্ছে, যা পরিবেশ মন্ত্রণালয়ের গবেষণায় প্রমাণিত।

বর্জ্য ব্যবস্থাপনায় জাতীয় ফ্রেমওয়ার্ক করা হচ্ছে উল্লেখ করে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, বর্জ্য থেকে সার তৈরির পরিকল্পনা আছে। এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদের উদ্ধুদ্ব করা হবে।

/এমএন

Exit mobile version