Site icon Jamuna Television

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

ছবি: প্রথম ওয়ানডের

আগামী জুনে টি২০ বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এই টুর্নামেন্টের আগে প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনা ছিল বিসিবির। সেইসাথে কয়েকটি ম্যাচ খেলা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল বোর্ড। স্বাগতিকদের সাথে টি-টোয়েন্টি খেলার বিষয়েও আলোচনা চলছিল।

অবশেষে জানা গেল, স্বাগতিক ‍যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। ‘ইউএসএ ক্রিকেট’ আনুষ্ঠানিকভাবে সূচিও প্রকাশ করেছে।

দেশটির বোর্ড জানিয়েছে, আগামী ২১ মে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। ভেন্যু হিসেবে রাখা হয়েছে টেক্সাসের হিউস্টোনকে।

স্বাগতিক বোর্ড প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্রে থাকা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই খেলা উপভোগ করবেন। একইসাথে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করবে।

/এনকে

Exit mobile version