Site icon Jamuna Television

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি- প্রতিকী

ভাঙ্গা (ফরিদপুর) করেসপনডেন্ট:

ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস সড়কে প্রাইভেটকারের ধাক্কায় রায়হান রহমান (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। রায়হান খুলনা জেলার তেড়খাদা এলাকার কায়েসুজ্জামানের ছেলে। 

শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে খুলনা যাচ্ছিলেন রায়হান। পুলিয়া বাসস্টান্ডের কাছাকাছি পৌঁছালে একটি প্রাইভেটকার মোটসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

/এনকে

Exit mobile version