Site icon Jamuna Television

ত্রাণ নিতে গিয়ে এবার ২১ ফিলিস্তিনির মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজা সিটিতে ত্রাণ সংগ্রহকারীদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (১৪ মার্চ) একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ নিতে গিয়ে তেল আবিবের হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২১ ফিলিস্তিনির।

বৃহস্পতিবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও দেড় শতাধিক। হামলার তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। পাঁচ মাসের আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত সাতবার ত্রাণের অপেক্ষায় থাকায় ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে আরও ৬৯ ফিলিস্তিনির। আহত হয়েছে ১০ জন। পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে মৃত্যু হয়েছে ৩১ হাজারের বেশি মানুষের।

/এএম

Exit mobile version