Site icon Jamuna Television

ভারত মহাসাগরে হামলা চালানোর ঘোষণা হুতির

ফাইল ফটো: রয়টার্স

হামলার পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিলো ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। বৃহস্পতিবার (১৪ মার্চ) এই ঘোষণা দেন গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হুতি প্রধান বলেন, এখন থেকে ভারত মহাসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজেও হামলা চালাবে তারা। তাদের মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজকে প্রতিরোধ করা।

আব্দুল মালিক আল হুতি বলেন, শুধু আরব সাগর, লোহিত সাগর কিংবা এডেন উপসাগরেই নয়, ভারত মহাসাগরে চলাচলকারী জাহাজকেও প্রতিরোধ করবে তারা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপের দিকে চলাচলকারী জাহাজও হবে লক্ষ্য। গাজায় আগ্রাসন বন্ধ ছাড়া শত্রুদের থামানোর আর কোনো উপায় নেই বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় বেলা দেড়টায় মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ‘এমভি আবদুল্লাহ’ জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক জানান, জাহাজটি সোমালিয়া উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে নোঙ্গর করা হয়েছে।

জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন। জানা গেছে, নাবিকদের ছাড়তে ‘৫০ লাখ’ মার্কিন ডলার চেয়েছে সোমালিয়ার জলদস্যুরা।

/এএম

Exit mobile version