Site icon Jamuna Television

আইয়ুব বাচ্চুর যত অ্যালবামের কাভার

বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম পথিকৃৎ, জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু সবাইকে কাঁদিয়ে চলে গেছেন ওপারে। আর তার গান শুনা হবে না সামনা সামনি। তবে প্রযুক্তির উৎকর্ষে তাকে আমরা ধরে রাখবো বছরের বছর।

১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে তার প্রফেশনাল মিউজিক ক্যারিয়ারের শুরু। ১৯৮৬ সালে প্রথম অ্যালবামে রক্ত গোলাপ। দেখে নেই আইয়ুব বাচ্চুর একক ও ব্যান্ডের অ্যালবামের কাভার। 

১৯৯৫ সালে বের হয় তৃতীয় একক অ্যালবাম কষ্ট। সর্বকালের সেরা একক অ্যালবামের একটি বলে অভিহিত করা হয় এটিকে। এই অ্যালবামের প্রায় সবগুলো গানই জনপ্রিয়তা পায়। বিশেষ করে “কষ্ট কাকে বলে”, “কষ্ট পেতে ভালোবাসি”, “অবাক হৃদয়”, ও “আমিও মানুষ”।

১৯৮৬ সালে প্রকাশিত রক্তগোলাপ  আইয়ুব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম। এই অ্যালবামটি তেমন একটা সাফল্য পায়নি।

সুখ অ্যালবামের “সুখ, “চলো বদলে যাই”, “রূপালি গিটার”, “গতকাল রাতে” উল্লেখযোগ্য গান। “চলো বদলে যাই” বাংলাদেশের সঙ্গীত জগতে অন্যতম জনপ্রিয় একটি গান। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন বাচ্চু নিজেই।

 

Exit mobile version