Site icon Jamuna Television

আবারও শূন্য রানে লিটনের বিদায়

ফাইল ছবি

প্রথম ম্যাচে দারুণ জয়ের পর এবার সিরিজ নিজেদের করে নেয়ার হাতছানি বাংলাদেশের সামনে। আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। এমন সমীকরণের ম্যাচে শুরুতেই ধাক্কা খেয়েছে টাইগাররা। রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমের পথ ধরেন লিটন কুমার দাস।

শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। আগে ব্যাট করতে নেমে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন লিটন। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে দিলশান মাদুশানকার পায়ের ওপর করা ডেলিভারি ফ্লিক করার চেষ্টায় স্কয়ার লেগে ক্যাচ দেন লিটন। ৯১ ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে ১৪ বার শূন্য রানে আউট হলেন লিটন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৩ রান।

বাংলাদেশ একাদশ- লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।

/আরআইএম

Exit mobile version