Site icon Jamuna Television

কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১

প্রতীকী ছবি

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭) নামে একজন নিহত হয়েছেন। নিহত অর্ণব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ডিগ্রিতে অধ্যয়নরত ছিলেন। পাশাপাশি সততা বাস সার্ভিসের ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন অর্ণব।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নগরীর শাসনগাছার মধ্যমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া, এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। তারা হলেন, নাজমুল জামান অনিক (২৮), নেয়ামত উল্লাহ (৩৫), নুরুল আফসার মোহন (২২) ও নাজমুল হাসান (২৬)। আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাব্বি গ্রুপ ও সাক্কু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুইগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি শুরু হয়। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

/আরএইচ/এমএন

Exit mobile version