Site icon Jamuna Television

‘সরকার বাজার সিন্ডিকেট করে বিএনপিকে দোষ দিচ্ছে’

গদি হারানোর আতঙ্কে ক্ষমতাসীনরা অসংযত কথা বলছে। নিজেরা বাজার সিন্ডিকেট করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি মাগফেরাত ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় শুক্রবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে তিনি এ অভিযোগ করেন।

মাহফিলের শুরুতে সেলিমা রহমান আরও বলেন, দেশের রাজনীতিতে বিএনপি থাকতে ক্ষমতাসীনদের বাকশাল কায়েমের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহভাবে বিদায় নেবে এই সরকার।

/এমএন

Exit mobile version