Site icon Jamuna Television

শরীয়তপুরে বাসের ধাক্কায় মাদরাসা ছাত্রের মৃত্যু

ছবি- প্রতিকী

স্টাফ করেসপনডেন্ট:
শরীয়তপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাফিন ছৈয়াল (৮) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফিন ছৈয়াল ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর ইউনিয়নের মহিষার এলাকার শাহিন ছৈয়ালের ছেলে। সে শহরের পালং বাগিয়া মাহমুদিয়া ইসলামিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে অটোরিকশায় করে মায়ের সাথে বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিল সাফিন। তারা পৌর বাসস্ট্যান্ড এলাকার ফারুক চৌকিদারের বাসার সামনে অটোরিকশা থেকে নামলে হঠাৎ করে শরীয়তপুর সুপার সার্ভিসের ঢাকাগামী একটি বাস দ্রুত গতিতে এসে ধাক্কা দেয় সাফিনকে। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

/এনকে

Exit mobile version