Site icon Jamuna Television

আমরা আরও শক্তিশালীভাবে ফিরতে পারব: শান্ত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা এনেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের দেয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

শুক্রবার (১৫ মার্চ) ম্যাচ হারের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ জয়ের কৃতিত্ব দিয়েছেন লঙ্কান ক্রিকেটারদের। পাশাপাশি, পরের ম্যাচে বিশেষ কিছুর অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

ম্যাচশেষে অফিসিয়াল ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে টাইগার ব্যাটারদের প্রশংসা করে তিনি বলেন, হৃদয় দারুণ খেলেছে, যেটা আমরাও তার থেকে আশা করেছিলাম। সৌম্যর ব্যাটিংও ভালো ছিল। আমার মনে হয়, এই উইকেটে আমার আর সৌম্যর আরও লম্বা সময় ব্যাটিং করা উচিত।

পরের ম্যাচে ইনিংস লম্বা করার চেষ্টা করবেন তারা এমনটা জানিয়ে তিনি বলেন, আসলে আমরা যে রান করেছিলাম, সেটা একেবারে কম না। কিন্তু তারা (শ্রীলঙ্কা) আরও ভালো ব্যাটিং করেছে। আশা করছি, আমরা আরও শক্তিশালীভাবে ফিরতে পারব।

/এমএইচ

Exit mobile version