Site icon Jamuna Television

৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল

ফাইল ছবি।

চলতি বছরের মে মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শনিবার (১৬ মার্চ) সেই সফরের সূচি প্রকাশ করেছে বিসিবি। ২৮ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। ৩ মে থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে এবং শেষ দুই ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে।

ম্যাচতারিখখেলা শুরুভেন্যু
১ম টি–টোয়েন্টি৩ মে (শুক্রবার)সন্ধ্যা ৬টাচট্টগ্রাম
২য় টি–টোয়েন্টি৫ মে (রোববার)সন্ধ্যা ৬টাচট্টগ্রাম
৩য় টি–টোয়েন্টি৭ মে (মঙ্গলবার)বিকেল ৩টাচট্টগ্রাম
৪র্থ টি–টোয়েন্টি১০ মে (শুক্রবার)সন্ধ্যা ৬টামিরপুর
৫ম টি–টোয়েন্টি১২ মে (রোববার)সকাল ১০টামিরপুর
*সিরিজের সূচি

বিসিবি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী এই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলার কথা ছিল জিম্বাবুয়ের। তবে সেই সিরিজ সরিয়ে আগামী বছর নেয়া হয়েছে। অর্থাৎ ২০২৫ সালে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজ। জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছোট ফরম্যাটের প্রস্তুতির কথা বিবেচনায় টেস্ট সিরিজ পেছানো হয়েছে বলে জানা গেছে।

/এনকে

Exit mobile version