Site icon Jamuna Television

গুলশান লেকে মাছ নয়, মশার চাষ হচ্ছে: মেয়র আতিক

গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন মেয়র আতিক ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, গুলশান লেকে মাছের চাষ হয় না, মশার চাষ হচ্ছে। আমি চাই লেকে শিশুরা খেলবে, ওয়াটার ট্যাক্সি চলবে। আরও আধুনিক যন্ত্র থাকবে, যা দিয়ে তারা খেলবে। কিন্তু পানি হয়ে আছে শতভাগ দূষিত। এই এলাকায় অতিরিক্ত মশা, তা এই লেকগুলো থেকে হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে শনিবার (১৬ মার্চ) গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক জানান, গুলশান এলাকার মানুষের জন্য ঈদ উপহার হিসেবে ডিএনসিসি এই লেককে পরিষ্কার করে দিচ্ছে। যেকোনো উপায়ে গুলশানের লেক পরিচ্ছন্ন রাখা হবে।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, লেক পরিস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আর এই কাজে সকলের সম্পৃক্ততা থাকা দরকার।

পরে গুলশানের বিভিন্ন স্কুল কলেজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে নিয়ে শুরু হয় লেক পরিষ্কার কার্যক্রম।

/এমএন

Exit mobile version