Site icon Jamuna Television

পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা

ছবি- বাঁ থেকে নব নির্বাচিত সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে সিনিয়র সাংবাদিক বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

এই সম্মেলনে সারাদেশ থেকে প্রায় চার হাজার কাউন্সিলর অংশ নেন। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

/আরএইচ

Exit mobile version