Site icon Jamuna Television

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় ভবনে আগুন, ফায়ার সার্ভিস কর্মী আহত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের নিউমার্কেট এলাকার রাইফেল ক্লাবের ইউসিবি ব্যাংক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। আশেপাশে যেসব দোকান রয়েছে সেসব বন্ধ করে দেয়া হয়েছে। প্রচণ্ড ধোঁয়ায় ভবনের ভেতর প্রবেশ করতে পারছেন না ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। ধোঁয়ায় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ইফতারের আগে থেকেই পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। পরে ভেতর থেকে একটি আওয়াজ শোনা যায়। এর পরপরই সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। ধারণা করা করা হচ্ছে এসি বিস্ফোরণ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনের ঘটনায় উৎসুক জনতার ভীড় ঠেকাতে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে পুলিশ।

/এএস

Exit mobile version