Site icon Jamuna Television

২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্ট আলাদা বিষয় নয়: দুদু

বিএনপি নের্তৃত্বাধীন ২০ দল আর জাতীয় ঐক্যফ্রন্ট আলাদা কোনো বিষয় নয়। ২০ দল ঐক্যফ্রন্টের সাথেই আছে। আজ বৃহস্পতিবার যমুনা টেলিভিশনে প্রচারিত ‘রাজনীতি’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

২০ দলের অন্তর্ভুক্ত জামায়াতও কী তাহলে ঐক্যফ্রন্টের অংশ জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা এভাবে দেখা উচিত না। যারা গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য লড়াই করছে, যে যেখানে থাকুক। সেটা সমস্যা না। সবাই ঐক্যফ্রন্টের সাথে আছে।

২০ দলের কর্মসূচি ও ঐক্যফ্রন্টের কর্মসূচি কী এক কিনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, এক সপ্তাহের মধ্যে বিষয়টা স্পষ্ট হবে।

ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির বিষয়ে তিনি বলেন, পুলিশ যেটা বলছে আইনগত দিক থেকে সেটা ঠিক না। একটি রাজনৈতিক দলের সংবিধান অনুযায়ী সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। সমাবেশ করতে না দেয়ার অর্থ হচ্ছে সরকার দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাচ্ছে। দুদু বলেন, নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি। ২৩ তারিখের কর্মসূচি অব্যাহত আছে।

Exit mobile version