Site icon Jamuna Television

অবন্তিকার আত্মহত্যা: সহকারী প্রক্টর ও সহপাঠীর বিরুদ্ধে মামলা দায়ের

কুমিল্লা ব্যুরো:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার মা তাহমিনা শবনম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মামলাটি দায়ের করা হয়।

মামলায় জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন।

আরও পড়ুন: জবি শিক্ষার্থীর আত্মহত্যা: সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান আটক

এদিকে, অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

প্রসঙ্গত, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘এটা সুইসাইড না এটা মার্ডার। টেকনিক্যালি মার্ডার।’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। তিনি জবির আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

/এএস

Exit mobile version