Site icon Jamuna Television

সুয়ারেজের জোড়া গোলে মেসিবিহীন মায়ামির জয়

ছবি- গোলডটকম

পেশির চোটের কারণে লিওনেল মেসি আগেই ছিটকে গিয়েছিলেন। তবে দলে তার অভাব বুঝতে দেননি দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ। বদলি নেমে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে ৩-১ ব্যবধানের দারুণ এক জয় এনে দিয়েছেন সুয়ারেজ। নতুন ক্লাবের শুরুটা আরও বর্ণিল করছেন এই স্ট্রাইকার। মায়ামিতে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬টি গোল করেছেন এই উরুগুয়ের তারকা।

রাতে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে মেসির মায়ামি। তবে শুরুটা ভালো হয়নি মায়ামির। ম্যাচের ১৪ মিনিটেই গোল হজম করে বসে তারা। ডিসি ইউনাইটেডকে এগিয়ে দেন জারেড স্টুরোড। তবে ২৪ মিনিটে লিওনার্দো কাম্পানার গোলে ম্যাচে সমতা ফেরে মায়ামি। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে রবার্ট টেলরের বদলি হিসেবে সুয়ারেজকে মাঠে নামান কোচ জেরার্ডো মার্টিনো। মাঠে নামার ১০ মিনিটের মধ্যেই মায়ামিকে লিড এনে দেন সুয়ারেজ। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন এ উরুগুইয়ান স্ট্রাইকার। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এ জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ স্থানেই থাকলো মায়ামি। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১০।

/এনকে

Exit mobile version