Site icon Jamuna Television

কুতুবদিয়া চ্যানেলে জাহাজে দস্যুতার ঘটনায় মামলা

প্রতিকী ছবি।

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে সিমেন্টের ক্লিংকারবাহী এমভি আকিজ লজিষ্টিক-২৩ নামক একটি জাহাজে দস্যুতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (১২ মার্চ) আকিজ শিপিং লাইন লিমিটেডের অপারেশন বিভাগের সিনিয়র অফিসার মো. আরিফুল ইসলাম বাদী হয়ে কোম্পানির পক্ষে কুতুবদিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৬ মার্চ) চট্টগ্রাম থেকে সিমেন্টের ক্লিংকার নিয়ে এমভি আকিজ লজিষ্টিক-২৩ জাহাজটি কুতুবদিয়া বাতিঘরের প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে নোঙর করে। পরদিন রাত আনুমানিক দেড়টার দিকে বড় একটি ফিশিং ট্রলারে করে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে জাহাজে উঠে মুখোশধারী ২৫-৩০ জন ডাকাত।

এসময় জাহাজের মাস্টারসহ ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ডাকাতরা। পরে স্মার্টফোন, নগদ টাকা, ব্যাটারি, ইঞ্জিন- রাডার-ইকোসাউন্ডের মনিটর, জিপিএস, সোলার প্যানেলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।

মুখোশধারী ওই ডাকাতদের চিহ্নিত করা না গেলেও সবাই চট্টগ্রাম ও কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলেছেন বলেও এজহারে উল্লেখ করা হয়েছে।

জাহাজে ডাকাতির বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ওসি মো. গোলাম কবির জানান, ঘটনার পর জাহাজের নাবিকরা মামলা করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার সাথে বাশখালী, আনোয়ারা বা আন্তঃজেলা ডাকাতদল জড়িত থাকতে পারে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version