Site icon Jamuna Television

চোটে ছিটকে গেলেন তানজিম সাকিব; ফিরলেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচ থেকে ছিটকে গেছেন সাকিব। চট্টগ্রামে রোববার (১৭ মার্চ) অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান এই পেসার।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পেয়েছেন তানজিম। তার চোটের বিষয়টি বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তানজিম হাসান সাকিব ছিটকে যাওয়ায় তার বদলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ। বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। হাসান মাহমুদ ২২টি ওয়ানডে খেলেছেন। এই ফরম্যাটে তার ঝুলিতে রয়েছে ৩০টি উইকেট।

সবশেষ গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে মাঠে নেমেছিলেন হাসান মাহমুদ। নেলসনে ওই ম্যাচে সাত ওভার বল করে ৫৭ রানের বিনিময়ে দুই উইকেট শিকার করেছিলেন হাসান। যদিও বাংলাদেশ ওই ম্যাচটি সাত উইকেটে হেরেছিল।

এদিকে, বিসিবির একটি সূত্র জানিয়েছিল, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সাদা পোশাকে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। তবে চোটের কারণে তার টেস্ট সিরিজ খেলা নিয়েও শঙ্কা জেগেছে।

/এনকে

Exit mobile version