Site icon Jamuna Television

নিপুণের প্যানেলের সভাপতি মাহমুদ কলি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। এবারের নির্বাচনে একটি প্যানেলের হয়ে সভাপতি পদে লড়বেন বাংলা সিনেমার আশি ও নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মাহমুদ কলি।

মাহমুদ কলি গণমাধ্যমকে বলেন, আমি এর আগেও শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেছি। এবারও নির্বাচনে অংশগ্রহন করছি। এসময় নিজের প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে চিত্রনায়িকা নিপুনের নামও উল্লেখ করেন তিনি। সমিতির বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না।

মাহমুদ কলি’র পারিবারিক নাম মাহমুদুর রহমান উসমানী। তার বড় ভাই ঢাকাই সিনেমার স্বনামধন্য পরিচালক আজিজুর রহমান বুলি। ‘মাস্তান’,’তুফান’সহ ৬০টির অধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি।

উল্লেখ্য, এর আগেও মাহমুদ কলি শিল্পী সমিতির একাধিক মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন। ১৯৯৫-৯৬ সালে সাধারণ সম্পাদক এবং ১৯৯৭ থেকে ২০০২ পর্যন্ত টানা দুই মেয়াদে সমিতির সভাপতি ছিলেন তিনি।

/এমএইচআর

Exit mobile version