Site icon Jamuna Television

দেশের ৯০ শতাংশ মানুষ কষ্টে জীবনযাপন করছে: জিএম কাদের

দেশে অর্থনৈতিক সংকট চলছে তবুও সরকারের লোকজন বিত্তবান হচ্ছে— এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, কেউ কষ্টে থাকবে আর কেউ সুখে থাকবে- এমন বৈষম্য জাতীয় পার্টি হতে দেবে না। দেশের ৯০ শতাংশ মানুষ কষ্টে জীবনযাপন করছে। মানুষ যাতে দু’বেলা দুমুঠো ভাত খেতে পারে সরকারকে সে ব্যবস্থা করতে হবে বলেও মন্তব্য করেন সংসদের বিরোধী দলীয় এইনেতা।

তিনি বলেন, দেশে অর্থনীতি ও ডলারের তীব্র সংকট চলছে। মানুষ অতি দরিদ্রভাবে জীবন কাটাচ্ছে। এমনটি চলতে পারে না।

এ সময় জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নিত্যপণ্য যদি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকে দলের চেয়ারম্যানকে বলবো ঈদের পর প্রয়োজনে আমরা আন্দোলনে নামবো।

/এনকে

Exit mobile version