Site icon Jamuna Television

রাজবাড়ীতে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, ঘাতক গাড়ি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় ট্রাকের চাপায় আফিয়া আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় বিক্ষুদ্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত শিশু আফিয়া আক্তার চর দৌলতদিয়া এলাকার আজিজুল বেপারীর মেয়ে। সে স্থানীয় চাঁনখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনিতে অধ্যয়নরত ছিল।

স্থানীয়রা জানান, দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের পাশে দীর্ঘদিন ধরে একটি গ্রুপ অবৈধভাবে মাটি ও বালু খনন করে আসছিল। রোববার বিকেলে একটি ট্রাক মাটি আনতে যাওয়ার পথে শিশু‌টিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিলন হোসেন বলে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে রয়েছে।

/আরএইচ

Exit mobile version