Site icon Jamuna Television

বিপুল ভোটে প্রেসিডেন্ট হচ্ছেন পুতিন

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বড় জয়ের পথে হাঁটছেন ভ্লাদিমির পুতিন। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা না হলেও জয় অনেকটাই নিশ্চিত, এমনই আভাস দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

রোববার, পর্যন্ত গণনা হওয়া ভোটে পুতিন পেয়েছেন প্রায় ৮৮ শতাংশ ভোট। এখন পর্যন্ত ভোট গণনা হয়েছে ২৪ শতাংশ। এতে পুতিন পেয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ২২৪টি ভোট। প্রতিদ্বন্দ্বী কমিনিউস্ট পার্টির প্রার্থী নিকোল খারিটোনভ পেয়েছেন ৪ দশমিক ৭ শতাংশ ভোট। আর অপর দুই প্রার্থী পেয়েছেন সাড়ে ৩ ও আড়াই শতাংশ ভোট। ১৫ থেকে ১৭ মার্চ তিনদিন চলে ভোটগ্রহণ। যাতে ভোট দিয়েছেন ৭৪ শতাংশ ভোটার।

এবারে জয়ী হলে, রাশিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রেসিডেন্ট থাকার রেকর্ড গড়বেন ভ্লাদিমির পুতিন। ভাঙবেন, সোভিয়েত নেতা যোসেফ স্তালিনের রেকর্ড।

টানা দু’বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর জন্য ২০২১ সালেই আইন পরিবর্তন করেছিলেন পুতিন। এবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন পুতিন। 

/আরআইএম

Exit mobile version