Site icon Jamuna Television

রাজধানীর খিলগাঁও থেকে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

৪ কেজি গাঁজা ও ১২শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজধানীর খিলগাঁও থানা পুলিশ। রোববার (১৭ মার্চ) রাতে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী জয়নব বানু ও তার স্বামী সুমন মিয়া ওরফে ঠুঙ্গা সুমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে সুমনকে আটক করা হয়। পরে সবুজবাগ থেকে জয়নব বানুকে আটক করা হয়।

খিলগাঁও জোনের সরকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ-আল মামুন জানান, খিলখাঁও থেকে জয়নব বানুর স্বামী সুমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে সবুজ এলাকা থেকে জয়নব বানুকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় জয়নব বানুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪০টির বেশি মামলা রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল।

এটিএম/

Exit mobile version