Site icon Jamuna Television

শুরুতেই দুই ওপেনারকে ফেরালেন তাসকিন

ফাইল ছবি

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে করছে স্বাগতিক বাংলাদেশ। টাইগার পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ভালো শুরু পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। শুরুতেই লঙ্কানদের দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন এই স্পিডস্টার।

ইনিংসের প্রথম ওভার করেছিলেন শরিফুল ইসলাম। ওই ওভারে তিনি মাত্র একরান দেন। পরের ওভারেই বোলিংয়ে আসেন তাসকিন। তার নিজের তৃতীয় বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কাকে। এই ম্যাচে ফেরেন একরান করে।

একটু ফুললেংথের বল ডিফেন্ড করতে গিয়েছিলেন নিশাঙ্কা। তবে সেটি মিস করেন তিনি। আম্পায়ার রিচার্ড কেটেলবোরোর আউট দিতে খুব একটা দেরি করেননি। যদিও তার সেই সিদ্ধান্তে রিভিউ নেয়নি লঙ্কান এই ব্যাটার। তবে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল মিস করে যেত লেগ স্টাম্প। মানে রিভিউ নিলে বেঁচে যেতেন নিশাঙ্কা!

নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও লঙ্কান শিবিরে আঘাত করেন তাসকিন। এবার তার শিকার আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দো। একটু বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ফেরার আগে করেন ৬ বলে ৪ রান।

এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ৭ ওভারে ২৫ রান।

/এনকে

Exit mobile version