Site icon Jamuna Television

ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় তিনি সবাইকে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ থেকেও বিরত থাকার অনুরোধ জানান। আজ শুক্রবার সকালে বঙ্গভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

এসময় তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়া সম্ভব। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিচারক, আইনজীবী, বিদেশী কূটনীতিকসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন।

Exit mobile version