Site icon Jamuna Television

আইসল্যান্ডে ভয়াবহ অগ্ন্যুৎপাত

আইসল্যান্ডে আরও ভয়াবহ রূপ নিলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এমন অবস্থায় দেশটির দক্ষিণাঞ্চলে জারি হয়েছে জরুরি অবস্থা। সোমবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার শুরু হওয়া অগ্ন্যুৎপাতে কাছাকাছি গ্রিন্দাভিকের লোকালয় ঝুঁকিতে পড়ায় নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। রিগইয়ানাস উপদ্বীপে দুটি পর্বতের মাঝে ফাটল থেকে টগবগিয়ে বেরুচ্ছে জলন্ত লাভা। যা ছড়িয়ে পড়ছে দ্রুত। আবাসিক এলাকায় পানির লাইনের কাছাকাছি চলে আসার শঙ্কাও তৈরি হয়েছে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা।

এছাড়াও লাভা সমুদ্রের পানিতে মিশলে বিস্ফোরণের শঙ্কার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। অগ্ন্যুৎপাতে পশ্চিম ও দক্ষিন দিকে প্রবাহিত হওয়া লাভা এরইমধ্যে গ্রিন্দাভিক লোকালয়ের কাছাকাছি পৌঁছে গেছে। সরিয়ে নেয়া হয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের।

/এআই

Exit mobile version