Site icon Jamuna Television

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আবারও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। সোমবার (১৮ মার্চ) কোরীয় উপদ্বীপের পূর্বে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে দেশটি। এক প্রতিবেদনে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এ তথ্য নিশ্চিত করেছে প্রতিবেশি জাপান ও দক্ষিণ কোরিয়া। জাপানি কোস্টগার্ড জানিয়েছে, স্থানীয় সময় ভোরে বেশ কয়েকটি মিসাইল ছুড়েছে পিয়ংইয়ং। সবগুলোই পড়েছে সাগরে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সংসদীয় অধিবেশনে বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কোরিয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমায় পড়েছে। টোকিওর দাবি, সেটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল।

এদিকে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ১০ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শেষ হয় গত বৃহস্পতিবার। জবাবে, সামরিক তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়াও।

/এআই

Exit mobile version