Site icon Jamuna Television

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন মোস্তাফিজ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আগের দুম্যাচ মিস করার পরে দলে ফিরেছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। তবে ফেরাটা সুখের হলো না তার। নিজের ১০ম ওভারে বোলিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

সতীর্থ এনামুল হক বিজয় ও জাকের আলীর কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। ধারণা করা হচ্ছে, ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে এই বাঁহাতি পেসারকে। ইনিংসের ৪৮তম ওভারে বল করতে এসে তা শেষ করতে পারেননি মুস্তাফিজ। পরিবর্তে বোলিংয়ে আসেন সৌম্য সরকার। এর আগে, ইনিংসের ৪২তম ও নিজের ৯ম ওভারের শেষ বল করতে গিয়ে পিচে পড়ে গিয়েছিলেন কাটার মাস্টার।

উল্লেখ্য, ৯ ওভার বল করে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

/এমএইচআর

Exit mobile version