Site icon Jamuna Television

সৌম্যর বদলি হিসেবে ব্যাটিংয়ে তানজিদ তামিম

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করে ২৩৫ রানের সংগ্রহ পায় সফরকারীরা। ম্যাচের শেষ দিকে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সৌম্য সরকার। তার কনকাসন বদলি হিসেবে ব্যাটিং করতে নেমেছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম। এনামুল হকের সাথে ইনিংস উদ্বোধন করেছেন তিনি।

শ্রীলঙ্কার ইনিংসের একেবারে শেষদিকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সৌম্য। গুরুতর ব্যাথা পাওয়ায় ইনিংস শুরু করতে পারেননি তিনি। যার কারণে কনকাশন সাব হিসেবে ওপেনিংয়ে তামিম।

অপরদিকে, ক্যাচ নিতে গিয়ে সংঘর্ষে জড়ান এনামুল হক বিজয় ও জাকের আলী অনিক। তারা দুজন মাঠ ছেড়েছেন স্ট্রেচারে করে।

/এমএইচআর

Exit mobile version