Site icon Jamuna Television

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন গায়ক লিল জন

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় আমেরিকান গায়ক ও সঙ্গীত প্রযোজক লিল জন। শুক্রবার (১৫ মার্চ) লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন লিল। খবর, তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে তার ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, মসজিদের ভেতর ইমামের তত্ত্বাবধানে তিনি প্রথমে আরবি এবং পরে ইংরেজিতে পবিত্র কালিমা পাঠ করছেন। চলতি রমজানে দেশটির লেখক ও অ্যাকটিভিস্ট শন কিংও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যেটিতে দেখা যাচ্ছে লিল কালিমা পাঠ করছেন।

উল্লেখ্য, ১৯৭২ সালে জন্ম নেয়া লিল জনের আসল নাম জোনাথন এইচ স্মিথ। বর্তমান শতাব্দির শুরুর দিকে ইংরেজি গানে হিপ-হপ সাবজেনার প্রচারে অগ্রণী ভূমিকা তার খ্যাতি বাড়িয়ে দেয়।

/এমএইচআর

Exit mobile version