Site icon Jamuna Television

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন কিট স্পনসর ‘কোকা কোলা’

ছবি: সংগৃহীত

নতুন কিট স্পন্সর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী সাড়ে তিন বছরের জন্য টাইগ্রেসদের পৃষ্ঠপোষকতা করবে কোকা-কোলা বাংলাদেশ।

সোমবার মিরপুরে এ নিয়ে নতুন চুক্তি স্বাক্ষরিত হয় ক্রিকেট বোর্ডের সাথে। বাংলাদেশে ক্রীড়া ও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করার কথা জানায় কোকা-কোলা। এই স্পন্সরশিপ পহেলা মার্চ ২০২৪ সাল থেকে ৩১ জুলাই ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। নারী ক্রিকেট দলের কিট স্পন্সরের পাশাপাশি দুই বছরের জন্য পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দলের বেভারেজ পার্টনারও হয়েছে কোকা-কোলা।

কোকা কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু উন নাহার বলেন, খেলার আছে মানুষকে ঐক্যবদ্ধ করার অসীম শক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এই পার্টনারশিপ, ক্রিকেটের প্রতি মানুষের আবেগের সঙ্গে আমাদের ব্র্যান্ডকে ঐক্যবদ্ধ করার চমৎকার সুযোগ করে দেয়।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো জাতীয় নারী ক্রিকেট দলের স্পনসর হয়ে, সব স্তরের ক্রিকেট সমর্থন করা এবং এর মাধ্যমে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরা। পাশাপাশি আমরা আরও বেশি সংখ্যক নারীকে ক্রিকেট খেলায় আসার প্রতি উৎসাহিত করতে চাই।

প্রতিষ্ঠানটি কিট স্পনসর হিসেবে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করবে। আর বেভারেজ পার্টনার হিসেবে বিসিবির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত।

/আরআইএম

Exit mobile version