Site icon Jamuna Television

গোপালগঞ্জে বাবা-মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন সঙ্গীতশিল্পী খালিদ

সিনিয়র করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ:


আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদের মরদেহ গোপালগঞ্জে তার নিজ বাড়িতে পৌঁছেছে। মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে তার মরদেবাহী অ্যাম্বুলেন্স গোপালগঞ্জ পৌঁছায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, জোহরের নামাজের পর গোপালগঞ্জ কোর্ট মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে শহরের গেটপাড়া কবরস্থানে তার বাবা মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’র মতো জনপ্রিয় গানের এই শিল্পী। পরে রাত ১১টায় রাজধানীর গ্রিন রোড জামে মসজিদে খালিদ হোসেনের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ নিজ বাড়ি গোপালগঞ্জে নেয়া হয়।


প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালিদকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

/এএস

Exit mobile version