Site icon Jamuna Television

গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২

ইসরায়েলি আগ্রাসনের ১৬৫তম দিনে আরও একটি রক্তক্ষয়ী দিন দেখলো গাজাবাসী। সোমবার (১৯ মার্চ) রাতভর জাবালিয়া, রাফাহ’সহ বিভিন্ন এলাকায় চালানো হয় হামলা।

বার্তা সংস্থা ওয়াফা জানায়, বেসামরকিদের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বহর। জাবালিয়ায় প্রাণ গেছে কমপক্ষে ৮ ফিলিস্তিনির; যাদের মধ্যে ছিলো বেশ কয়েকজন শিশুও। এছাড়াও আহত হয়েছেন বহু মানুষ। রাফা’য়ও ইসরায়েলি হামলার টার্গেট হয় নিরস্ত্র ফিলিস্তিনিরা।

এদিকে মুসাবা, খারবিত আল আদাস ও আল জেনেইনাতে চালানো হয় বিমান হামলা। সেখানেও প্রাণ গেছে কমপক্ষে ১৪ জনের। হামলা হয় কুয়েত হাসপাতাল’সহ অন্যান্য চিকিৎসা সেবাকেন্দ্র ও শরণার্থী শিবিরেও।

/এআই

Exit mobile version