Site icon Jamuna Television

ভারতে সোয়াইন ফ্লু’তে ১১ জনের মৃত্যু

ভারতের বেঙ্গালুরুতে সোয়াইন ফ্লু’র সংক্রমণে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। বৃহস্পতিবার, ভারতের রাজিব গান্ধী ইনস্টিটিউটের পরিচালক এ তথ্য নিশ্চিত করেন।

ছোঁয়াচে এই এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০০ জনে। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, গত মাসে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ জন। যার সংখ্যা এই মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে।

এছাড়াও আক্রান্তদের বেশি জনবহুল এলাকায় না যাওয়ারও পরামর্শ জানিয়েছেন তিনি। তবে, ইনফ্লুয়েঞ্জা ‘এ’ ভাইরাসে আক্রান্ত হওয়া মানুষের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে দক্ষিণ কর্ণাটকের রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

২০০৯ সালে বিশ্বব্যাপী সোয়াইন ফ্লু’র প্রাদুর্ভাবে মৃত্যু হয় প্রায় ১৭ হাজার মানুষের। যার মধ্যে ২ হাজার ৭’শ জনের বেশি ভারতীয়।

Exit mobile version