Site icon Jamuna Television

কলকাতায় ভবন ধস: শেষ হয়নি উদ্ধারকাজ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের কলকাতার গার্ডেন রিচ এলাকায় বহুতল ভবনধসের প্রায় ৪০ ঘন্টা পরও শেষ হয়নি উদ্ধারকাজ। কর্তৃপক্ষ জানায়, রাতে স্থগিত করা হয় উদ্ধার কার্যক্রম। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল থেকে তা আবারও শুরু হয়।

স্থানীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। আহত অন্তত ২০ জন। নিখোঁজ অনেকেই। ধারণা করা হচ্ছে, এখনও ধ্বংস্তুপের নিচে আটকা পড়ে আছেন বেশ কয়েকজন।

উল্লেখ্য, রোববার (১৭ মার্চ) রাতে গার্ডেন রিচের ব্যানার্জি পাড়া লেনে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যম জানায়, গার্ডেন রিচ এলাকায় দীর্ঘদিন ধরে চলছে অবৈধ ভবন নির্মাণ। ধসে পড়া ভবনটির ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে।

/এএম

Exit mobile version