Site icon Jamuna Television

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মুশফিক

ফাইল ছবি।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। এই চোটের কারণেই এবার সিলেট টেস্টে অনিশ্চিত এই তারকা ব্যাটার। ফলে লঙ্কানদের বিপক্ষে দারুণ সফল মুশফিককে ছাড়াই সাজাতে হবে টেস্ট সিরিজ জয়ের রণকৌশল।

জানা গেছে, স্ক্যানে চিড় ধরা পড়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের। আপাতত তাই ব্যাট করা খুবই ঝুঁকিপূর্ণ হবে তার জন্য।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দারুণ ভূমিকা ছিল মিস্টার ডিপেন্ডবলের। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৩৫ রান। যার মধ্যে প্রথম ওয়ানডেতে দলের অধিনায়ক শান্তকে নিয়ে করেছিলেন ১৬৫ রানের অবিচ্ছিন্ন এক জুটি। শেষ ওয়ানডেতেও মিরাজকে নিয়ে গড়েছিলেন ৪৮ রানের জুটি। ওই ম্যাচে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছিলেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার।

/এমএইচ

Exit mobile version